1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বের হয়ে আসতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা - DeshBideshNews
November 24, 2024, 5:58 pm
 

সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বের হয়ে আসতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Tuesday, September 10, 2024
  • 31 Time View
সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বের হয়ে আসতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের সুসম্পর্কের স্বার্থেই সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, সীমান্ত হত্যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে। সীমান্ত হত্যা ভারতের উপকার করছে, এরকমটি কাউকে বলতে শুনিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংকালে এক সাংবাদিক প্রশ্ন করেন, সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশের কড়া প্রতিবাদে কি কোনো কাজ হয়নি? এ প্রশ্নের জবাবে উল্লিখিত কথাগুলো বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

সীমান্ত হত্যার বিরুদ্ধে ভারত সরকারের কাছে ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। এই মুহূর্তে আমাদের এটুকুই করার আছে। আমরা সব সময় বলছি, সীমান্ত হত্যা একটি সংবেদনশীল বিষয়। আশা করছি, ভারত বিষয়টিকে বিবেচনায় নেবে।

বিএসএফ কর্তৃক বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার পর ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ নোট পাঠায় বাংলাদেশ, এ তথ্য উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা স্পষ্টভাবে সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়েছি এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। গতকালের (সোমবার) হত্যাকাণ্ড নিয়েও আমরা একইরকম প্রতিবাদ জানাব। যেখানে সুযোগ হয়, সেখানেই এ বিষয়ে আমরা বলব। প্রতিবাদ জানানোর পর ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ভারত সরকারের কাছে ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ