1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
র‌্যাঙ্কিংয়ে ২০৪ নম্বরে থাকা দলের সঙ্গেও পারল না বাংলাদেশ - DeshBideshNews
November 24, 2024, 8:28 am
 

র‌্যাঙ্কিংয়ে ২০৪ নম্বরে থাকা দলের সঙ্গেও পারল না বাংলাদেশ

  • Update Time : Monday, September 23, 2024
  • 50 Time View
র‌্যাঙ্কিংয়ে ২০৪ নম্বরে থাকা দলের সঙ্গেও পারল না বাংলাদেশ
র‌্যাঙ্কিংয়ে ২০৪ নম্বরে থাকা দলের সঙ্গেও পারল না বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার (ফিফা) র‌্যাঙ্কিংয়ে গুয়ামের অবস্থান ২০৪। ভিয়েতনামে সেই গুয়ামের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে বাংলাদেশ সোমবার ড্র করেছে। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে গুয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া হলো না বাংলাদেশের।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা। এ সময় গোল করেন সাফের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৭৫ মিনিটে পেনাল্টি পায় গুয়াম। পেনাল্টি থেকে তাদের শুনতারো সুজুকি গোল করে সমতা ফেরান। ৮৭ মিনিটে বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী বদলি খেলোয়াড় মো. মুমিনুল ইসলাম গোল করে আবার এগিয়ে নেন দলকে। তবে ৯০+১ মিনিটের মাথায় গুয়ামের কুর্টিস হারমনের গোলে সমতা ফেরে এবং এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে গুয়াম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। রোববার (২৯ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। এবারের বাছাইপর্বে ১০টি গ্রুটে মোট ৪৫টি দল অংশ নিয়েছে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সিরিয়া, গুয়াম, ভুটান ও ভিয়েতনাম।

দশটি গ্রুপের ১০টি চ্যাম্পিয়ন দল, ৫টি সেরা রানার্স-আপ দলের সঙ্গে আয়োজক চীন খেলবে চূড়ান্তপর্বে। সেক্ষেত্রে বাংলাদেশ চূড়ান্তপর্বে যেতে চাইলে আজকের ম্যাচে জয় প্রয়োজন ছিল। এই ম্যাচে পয়েন্ট হারানোয় চূড়ান্তপর্বে যাওয়ার লড়াইটা কঠিন হয়ে গেল মারুফুল হকের শিষ্যদের জন্য।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ