দেশ-বিদেশ নিউজ ডেস্ক: কঙ্গোতে ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৭০ জন ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭০০ জন এবং এ রোগে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৭০ জন ছাড়িয়েছে।
এই রোগের বিস্তার ঠেকাতে পুরো আফ্রিকা মহাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন।
অন্যান্য দেশের সরকারের সঙ্গে এ ইস্যুতে আমাদের আলোচনা চলছে। রোগটির সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করেছে। ইতোমধ্যে ডি আর কঙ্গোর প্রতিবেশী দেশ বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডাতেও এই রোগ ছড়িয়ে পড়ছে। তাছাড়া ইউরোপের সুইডেনেও এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এশিয়ায় পাকিস্তান ও ফিলিপাইনে এমপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে ফিলিপাইনে এক ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। ৩৩ বছর বয়সী আক্রান্ত ওই ব্যক্তি কখনো বিদেশ ভ্রমণ করেননি। গত রবিবার তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। তবে এই ভাইরাসের কোন ধরনটি ফিলিপাইনে এখন শনাক্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী টেওডোরো হারবোসা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। এমপক্স আতঙ্কে ভারতের সকল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।