1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছি, তাতে নিন্দা জানাই: স্টিফেন ডুজারিক - DeshBideshNews
November 27, 2024, 4:29 pm
 

বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছি, তাতে নিন্দা জানাই: স্টিফেন ডুজারিক

  • Update Time : Thursday, August 1, 2024
  • 50 Time View
বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছি, তাতে নিন্দা জানাই: স্টিফেন ডুজারিক

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখা গেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। ডুজারিক বলেছেন, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে।

ব্রিফিংয়ের শুরুর দিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পড়ে শোনান স্টিফেন ডুজারিক। এতে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি, বাংলাদেশে মানবিক সংকট চলছে। ঘূর্ণিঝড় রিমালসহ বিভিন্ন জরুরি পরিস্থিতির শিকার মানুষদের জাতিসংঘ, জাতিসংঘের অংশীদাররা অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। চলতি বছর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি ৩০ লাখ মানুষ।

প্রশ্নোত্তর পর্বে ডুজারিককে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এসব ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার কি জাতিসংঘের সহায়তা চেয়েছে?

জবাবে মুখপাত্র বলেন, যে কোনো দেশের সরকার যে কোনো বিষয়ে সাহায্য চাইলে জাতিসংঘ অবশ্যই সবসময় তা করতে প্রস্তুত। কীভাবে সেই সহায়তা সবচেয়ে ভালোভাবে করা যায়, তা জাতিসংঘ দেখে। এ ধরনের বিষয়ে স্বাধীন তদন্ত করার জন্য জাতিসংঘের আইনপ্রণয়নকারী পরিষদের অনুমতি প্রয়োজন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ