1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
প্রেসিডেন্ট পালিয়ে যাবার দুই বছর পর ভোট হচ্ছে শ্রীলঙ্কায় - DeshBideshNews
November 24, 2024, 8:24 am
 

প্রেসিডেন্ট পালিয়ে যাবার দুই বছর পর ভোট হচ্ছে শ্রীলঙ্কায়

  • Update Time : Saturday, September 21, 2024
  • 38 Time View
প্রেসিডেন্ট পালিয়ে যাবার দুই বছর পর ভোট হচ্ছে শ্রীলঙ্কায়
প্রেসিডেন্ট পালিয়ে যাবার দুই বছর পর ভোট হচ্ছে শ্রীলঙ্কায়

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন চলছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল চারটা পর্যন্ত। এর পরপরই শুরু হবে ভোট গণনা।

ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়। এ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কথা থাকরৌ নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যাওয়ায় ৩৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নতুন প্রেসিডেন্ট বেছে নিবেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোটা।

দুই বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে যান। এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটের আগে শতাধিক সমাবেশ করেন বিক্রমাসিংহে।

আর শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাও। সাজিথ প্রেমাদাসা এই নির্বাচনে বেশ ভালো করবেন বলে মনে করা হচ্ছে।

লড়াইয়ে এগিয়ে থাকা অন্য প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। একসময় প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া মার্ক্সবাদী দলের নেতা তিনি। তবে শ্রীলঙ্কার সংকট অনুড়া কুমার দিসানায়েকের জন্য একটি সুযোগ হিসেবে দেখা দিয়েছে।

রাজাপক্ষে পরিবার থেকে প্রার্থী হয়েছেন ৩৮ বছর বয়সী নমল রাজাপক্ষে। এছাড়া পিপলস স্ট্রাগল অ্যালায়েন্স থেকে লড়ছেন ৪০ বছর বয়সী নুয়ান বোপেজও ।

প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুসারে, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ