দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বর্তমান সরকারের কারও দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই মন্তব্য করে দেশ পরিচালনায় অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘বিএনপির ভূমিকা প্রতিপাদ্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আলাল বলেন, বর্তমান সরকারের কারও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। দেশ পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে বিএনপির।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ যদি ভালো থাকে, আমি যদি গ্রামের একজন চৌকিদার, দফাদার হই তাহলে সম্মানটা হবে রাষ্টপ্রতির মতো। দেশ যদি খারাপ থাকে, তাহলে রাষ্টপ্রতির সম্মান হচ্ছে ঝাড়ুদারের মতো। এই কথাটা মনে রেখে, ওনারা যাতে দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ নেন তাহলে এটা জাতীয় স্বার্থে বিবেচনা হবে। তা না হলে মনের দুঃখে গান গাইতে হবে; তুমি সেই আগের মতই আছো নাকি অনেকখানি বদলে গিয়েছো।
আলাল বলেন, ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশকে বলা হয় গাঙ্গেয় উপদ্বীপ। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্রের ত্রিমুখী অবস্থানের মধ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এই কারণে বাংলাদেশ হয়েছে ভাটির দেশ। পাশ্ববর্তী দেশ ভারত, চীন, নেপাল, ভূটান এইগুলো হচ্ছে উজানের দেশ। যেকারণে আমাদের ক্ষণে ক্ষণে দুর্যোগে পড়তে হয়। এই দুর্যোগটা আরও বেশি কারণে দেখা যায়, যখন বৃহৎ শক্তি প্রতিবেশি দেশ ভারত তাদের ইচ্ছা অনুযায়ী গরমের দিনে আমাদের শুকিয়ে মারে আর বর্ষার দিনে আমাদের ডুবিয়ে মারে।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজকে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনি থ্রি জির কথা বলেছেন। একটা হচ্ছে শূন্য কার্বন, একটা হচ্ছে শূন্য দারিদ্র্য, আরেকটা হচ্ছে শূন্য বেকারত্ব। কিন্তু কার্বন নিঃসরণ যেখানে হয়, তারাই তাকে নোবেল দিয়েছে। এই কারণে আমার জানতে ইচ্ছে হয়, দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করার উচিত ছিলো, কোনোটাকে অগ্রাধিকার দেওয়া, কোনোটাকে মধবর্তী রাখা, কোনোটাকে একটু দূরবর্তী স্থানে রাখা এই বিবেচনা এই সরকারের মধ্যে কারো নেই। তারা সবাই এনজিও পরিচালনা করেছেন; কারো দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই।