দেশ-বিদেশ নিউজ ডেস্ক: এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯২৬ জন।
রবিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা। বাকি দুজন চট্টগ্রাম ও বরিশালের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।