1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন - DeshBideshNews
November 24, 2024, 5:33 am
 

জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

  • Update Time : Thursday, November 7, 2024
  • 16 Time View
জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে এএফপি।

হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে প্রাধান্য পাবে সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।

বুধবার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তৎকালীন প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

এবারের নির্বাচনেও জো বাইডেনের সঙ্গে তার দ্বৈরথ হওয়ার কথা ছিল; কিন্তু গত জুলাই মাসে বাইডেন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রার্থী করে ডেমোক্রেটিক পার্টি।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ