দেশ-বিদেশ নিউজ ডেস্ক: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে রাত থেকে হালকা এবং মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ ঘনকালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। বাতাসের চাপ না থাকলেও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে আছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়েও এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে।
টানা বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েছে আমনসহ মৌসুমী সবজি চাষীরা। ক্ষেতের জমে যাওয়া পানি অপসারণে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।
ঘূর্নিঝড় দানার প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। ফলে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টারসহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।