দেশ-বিদেশ নিউজ ডেস্ক: হবিগঞ্জে খোয়াই নদীর পানি তুলনামূলকভাবে কমলেও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টায় নদীটির বাল্লা সীমান্ত পয়েন্টে পানি বিপৎসীমার ১৯৯ সেন্টিমিটার ওপরে পরিমাপ করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার একই স্থানে পানি ২৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ৯ ঘণ্টার ব্যবধানে সেখানে ৮০ সেন্টিমিটার পানির প্রবাহ কমেছে।হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টানা ২ দিনের বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি দুই দিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আটারোমুড়া নামক স্থানে।
পরে এটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ত্রিপুরা রাজ্যের আটারোমুড়া এলাকায় ভারতীয় বাঁধের গেট বন্ধ হওয়ায় নদীটির পানি নামতে শুরু করেছে বলে জানান তিনি।
এছাড়া পানিবন্দি মানুষের মাঝে বিতরণের জন্য ৯৬৫ টন চাল, এক হাজার ৫৬০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ২১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা নদীর বাঁধ ও পানিবন্দি লোকজনের পাশে থেকে কার্যক্রম পরিচালনা করছেন।