1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইতালিতে ছুরিকাঘাতে নিহত ও আহত হয়ার প্রতিবাদে রেলি ও সমাবেশ - DeshBideshNews
November 24, 2024, 1:32 am
 

ইতালিতে ছুরিকাঘাতে নিহত ও আহত হয়ার প্রতিবাদে রেলি ও সমাবেশ

  • Update Time : Tuesday, October 1, 2024
  • 95 Time View
ইতালিতে ছুরিকাঘাতে নিহত ও আহত হয়ার প্রতিবাদে রেলি ও সমাবেশ

মোহাম্মদ উল্লাহ সোহেল ইতালির বিশেষ প্রতিনিধি : ইতালির ভেনিস ছিনতাইকারী ছুরিকাঘাতে একজন নিহত একজন আহত হওয়ার প্রতিবাদে কয়েকটি সামাজিক সংগঠনের আয়োজনে মেস্ত্রে’র ট্রেন স্টেশনের সামনে থেকে কোরসো দেল পপোলো রোড হয়ে রেলি নিয়ে পিয়াচ্ছা ফেরেত্ত এসে সমাবেশ করেন। শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে প্রায় দুই হাজার এর অধিক ভেনিসে বসবাসরত স্থানীয় ও অভিবাসীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। গত ২০শে সেপ্টেম্বর কোরসো দেল পপোলো রোডে কয়েকজন ছিনতাইকারী একজন মহিলাকে আক্রমণ করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় ওই নারীর চিৎকারে দুজন যুবক এগিয়ে আসেন এবং ওই নারীকে রক্ষা করার চেষ্টা করেন। ছিনতাইকারী তখন এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকলে ২৬ বছর বয়সের জাকোম গোব্বাতো জ্যাক নিহত হন এবং তার বন্ধু সেবাস্তিয়ানো বেগমাসকি আহত হন। এছাড়াও একই দিনে আরো দুটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে ইতালির ভেনিসে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়। শহরে চুরি ছিনতাইসহ নানা রকমের অপকর্ম বৃদ্ধি পায়। মাদক ব্যবসায়ীদের উপদ্রব বৃদ্ধি পায়। এমনকী মানুষের বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি ডাকাতির ঘটনা ঘটতে দেখা যায়। যা শহরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তোলে।

বিক্ষোভ সমাবেশ থেকে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারোর কড়া সমালোচনা করে বলা হয়, ভেনিস এই শহরের বাসিন্দাদের। যারা ক্ষমতার বিনিময়ে ভেনিসের শান্তি শৃংঙ্খলা বিক্রি করে দিতে চায় তাদের জন্য নয় ।

তারা বলেন, মেয়র লুইজি যদি শহরের শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন ২০২৫ সালের স্থানীয় সরকার নির্বাচনে তার কড়া জবাব দেয়া হবে।

তবে এ সময় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । তারা বলেন আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না প্রশাসনকে এ বিষয়গুলো কঠিন হস্তে দমন করতে হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ