1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
শিক্ষাখাতে বিনিয়োগ আমাদের রাজনৈতিক অঙ্গীকার: শিক্ষামন্ত্রী - DeshBideshNews
November 24, 2024, 2:48 pm
 

শিক্ষাখাতে বিনিয়োগ আমাদের রাজনৈতিক অঙ্গীকার: শিক্ষামন্ত্রী

  • Update Time : Saturday, January 27, 2024
  • 131 Time View
শিক্ষাখাতে বিনিয়োগ আমাদের রাজনৈতিক অঙ্গীকার: শিক্ষামন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: শিক্ষাখাতে বিনিয়োগ আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গীকার হলো শিক্ষাখাতে বিনিয়োগ করা। আমরা শিক্ষাখাতে বিনিয়োগ করছি এবং আগামীতেও করে যাবো।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালের উপাচার্য ভবন লনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত প্রায় ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির প্রয়োজনে আমরা শিক্ষাখাতে বিনিয়োগ করছি। প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমাদের সন্তানদের শিক্ষার জন্য বিনিয়োগকে ছোট করে দেখা যাবে না। আজকে আমাদের প্রফেসর ইমেরিটাস যারা এখানে এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, একজন শিক্ষাবিদ হিসেবে, শিক্ষা অঙ্গনের গুরু হিসেবে আমাদের পথ দেখাবেন। শিক্ষা অঙ্গনে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পরামর্শ দেবেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যা একটি রাষ্ট্র পরিচালনার প্রতিটি অঙ্গনে অবদান রাখছে। সমাজের সবক্ষেত্রে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবদান রাখছে তা আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় রাখতে পারছে কি না আমার জানা নেই। সেই বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা এখানে এসেছেন। স্বায়ত্তশাসিত এমন প্রতিষ্ঠানগুলোর শিক্ষাবিদদের কাছে অনুরোধ থাকবে, আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, তা ফলপ্রসূ করতে আপনারা কাজ করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ