1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ শিক্ষার্থী বহিষ্কার... - DeshBideshNews
November 24, 2024, 10:32 am
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ শিক্ষার্থী বহিষ্কার…

  • Update Time : Wednesday, April 6, 2022
  • 336 Time View

দেশ বিদেশ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের অংশগ্রহণ করা- পরীক্ষা বাতিলসহ আগামী ১/২/৩ বছর পর্যন্ত তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

সম্প্রতি (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

গত ২৩শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ সভার সুপারিশ অনুযায়ী ২৭শে মার্চ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধিভুক্ত সরকারি সাত কলেজের বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর মধ্যে ঢাকা কলেজের ১ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা ছাড়াও আরও ১৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত অন্য শিক্ষার্থীরা হলেন- ইডেন মহিলা কলেজের ২ জন, সরকারি তিতুমীর কলেজের ৯ জন, সরকারি বাঙলা কলেজের ১ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন ও কবি নজরুল সরকারি কলেজের ১ জন শিক্ষার্থী।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ