1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
স্টার সার্চ প্রতিযোগিতায় ২৫ লাখ টাকা জিতল চট্টগ্রামের মহিমা দেব ত্রয়ী - DeshBideshNews
November 24, 2024, 9:56 am
 

স্টার সার্চ প্রতিযোগিতায় ২৫ লাখ টাকা জিতল চট্টগ্রামের মহিমা দেব ত্রয়ী

  • Update Time : Sunday, February 20, 2022
  • 250 Time View

বিনোদন ডেস্ক : চট্টগ্রামের মেয়ে মহিমা দেব ত্রয়ী গানের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ২৫ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে। সিটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মহিমার এই প্রাপ্তি ঘটেছে স্টার সার্চ প্রতিযোগিতায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল সেরার নামটি ঘোষণা করা হয়।

ছোটবেলা থেকেই গানের তালিম নিচ্ছে মাহিমা। একমাত্র বড় ভাই মহৎ দেব আপনের কাছে প্রথম গানের হাতেখড়ি। এরপর ওস্তাদ রিটন কুমার ও শুভ্রত দাশ অনুজের কাছে গান শিখছে।

মহিমার বাবা অজিৎ দেব জানালেন- ছোটবেলা থেকেই চট্টগ্রামের বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে শতাধিক পুরস্কার অর্জন করেছে ত্রয়ী। গান, আবৃত্তি ও গীতাপাঠে তার এসব অর্জন ঘটেছে বলে জানালেন তিনি। ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহেও শাস্ত্রীয় সংগীতে সেরার পুরস্কার জিতেছে ত্রয়ী।

‘টফি স্টার সার্চ’ প্রতিযোগিতায় অংশ নিতে দেড় মাস ধরে চট্টগ্রাম থেকে ঢাকায় রয়েছে ত্রয়ীর পরিবার। পরিবারের সমর্থন ও নিজের পরিশ্রমে এমন অর্জনে ভীষণ উচ্ছ্বসিত ত্রয়ী।

ত্রয়ী বলল- এত দিন অনেক পুরস্কারই পেয়েছি। কিন্তু এমন অর্জন হবে, কোনো দিনই ভাবিনি। আমার স্বপ্নটা অনেক বড় হয়ে গেছে। আমার মা বাবা হয়তো গান করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হয়নি। মা বাবা আমার ভাই ও আমার মাধ্যমে তাঁদের স্বপ্ন পূরণের চেষ্টা করছেন। আমরাও মা বাবার স্বপ্ন পূরণের চেষ্টাই করে যাচ্ছি।

২৫ লাখ টাকার সম্মানী দিয়ে কী করবে জানতে চাইলে ত্রয়ী বলল- কিছু ইনস্ট্রুমেন্ট কিনব। হারমোনিয়াম, তবলা কিনব আর সংগীতের ওপর একটা ডিগ্রি নেব। আর যা থাকবে মা বাবাকে মা বাবা’কে দিবো।

অনেক প্রতিযোগীর মধ্য থেকে সংগীত বিভাগে অংশ নেওয়া মহিমা দেব ত্রয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়ীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও ২৫ লাখ টাকার চেক। প্রথম ও দ্বিতীয় রানারআপ হিসেবে ঘোষণা করা হয় ঈশান দে ও সাদমান খানের নাম। সংগীত বিভাগে অংশ নেওয়া এই দুই প্রতিযোগীও পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১৫ ও ১০ লাখ টাকার চেক। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক।

২১তম থেকে ৩০তম এবং ১১তম থেকে ২০তম স্থান অধিকার করা প্রতিযোগীরা পেয়েছেন ক্রেস্ট এবং যথাক্রমে ১ ও ২ লাখ টাকার চেক।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ