1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে - DeshBideshNews
November 29, 2024, 12:50 pm
 

‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে

  • Update Time : Sunday, January 15, 2023
  • 77 Time View

ডেক্স রিপোর্ট দেশ-বিদেশ নিউজ : হৃদয়ে মাহমুদ উস সামাদ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গতকাল ১৪ই জানুয়ারী ২০২৩ ইং রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তন, সিলেট এ অনুষ্ঠিত হয়। ‘হৃদয়ে মাহমুদ উস সামাদ’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তিনি বলেন মাহমুদ উস সামাদ চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তিনি কোনো দিন কারো বিরুদ্ধে কথা বলেন নি। তার সাথে আমার অনেক কাজ হয়েছে। তিনি সুষ্ঠু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাকে নিয়ে আজকের প্রকাশনা গ্রন্থ তাঁর জীবন কর্ম নিয়ে সবাই জানতে পারবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। অসাম্প্রদায়িক ও শুদ্ধ সমাজ সংস্কৃতি গড়তে মাহমুদ উস সামাদ চৌধুরীর কর্ম-কীর্তি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এতেই সমাজের আমূল পরিবর্তন ঘটবে।স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির সভাপতি আহমেদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক মিসবাহ জামালের সঞ্চালনায় উৎসবে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আলোচক ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য, শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ. আর সেলিম, ইউকে আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মফুর, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, সাবেক এ্যাটর্নি জেনারেল এ. রকিব মন্টু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের পরিচালক ওয়ালি তছরুদ্দিন, সভাপতি সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলুল চৌধুরী, বাংলাদেশ ফিমেল একাডেমির কর্ণধার জামিল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ইসতাক আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা ও মরহুমের বড় ভাই সাহেদ উস সামাদ চৌধুরী।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ