দেশ বিদেশ রিপোর্ট : অত্যন্ত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ মাস রমজান। বিশেষত এ মাসের শেষ দশকটি অসীম ফজিলতময়। কারণ শেষ ১০ দিনে রয়েছে লাইলাতুল কদর।
হাদিসের বর্ণনা মতে- শেষ দশকের যে কোনো বিজোড় রাতে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। কুরআন হাদিসে সুস্পষ্টভাবে এ রাতের মহিমা ও ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহতায়ালা ইরশাদ করেন- ‘নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে।’ (সূরা কদর : ১)।
কুরআন কারিমে এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। আল্লাহতায়ালা ইরশাদ করেন- ‘হাজার মাস থেকেও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর।’ (সূরা কদর : ৩)।
রাসূল (সা.) ইরশাদ করেছেন- ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর।’ (বুখারি : ২০১৭)।