1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সিলেট সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা সম্পন্ন - DeshBideshNews
November 26, 2024, 11:38 am
 

সিলেট সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা সম্পন্ন

  • Update Time : Saturday, July 30, 2022
  • 264 Time View
সিলেট সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা সম্পন্ন

দেশ বিদেশ অনলাইন : সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে টুকের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আধুনিক স্বেচ্ছাসেবক দলের রুপকার মরহুম শফিউল বারী বাবু’র জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, রুনু আহমদ, সৈয়দ সরোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, সালেক আহমদ, ফারুক আহমদ, আশিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দিহান আহমদ হারুন, মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মুজিবুল হক রাহাত।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, যুগ্ম আহবায়ক আবদুস সালাম আজাদ, আব্দুল আহাদ লিমন, রিপন আহমদ,নুরেছ আলীসহ অন্যান্যরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ভয়াবহ বন্যার কারনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন কার্যক্রম স্থগিত করে ত্রান সামগ্রী বিতরণ জোরদার করা হয়েছিল। এখন দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন সম্পন করতে হবে এবং ত্যাগী ও পরিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে। তিনি আওয়ামী দুঃশাসনের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ