দেশ বিদেশ রিপোর্ট : সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ ৭ ও নারী ৬ জন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন চারজন। এ ছাড়া খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। সিলেট ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৪৪ জনের।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।