দেশ বিদেশ রিপোর্ট : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ৩৬৮ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে দুজন, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।
সারাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৭ জনের।
উল্লেখ্য- ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।