আজমল হোসেন, লেস্টার প্রতিনিধি : আজ ১৫ আগস্ট রোজ সোমবার, জাতীয় শোকের দিবস। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।
পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন। ১৫ আগস্ট শোকার্দ্র বাণী পাঠের দিন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী।
যুক্তরাজ্য যুক্তরাজ্যআওয়ামীলীগ লেস্টার শাখার উদ্যোগে স্থানীয় কমিটিনিটি হলে ১৫ ই আগস্ট শোক দিবস ও দুয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে।
ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিশু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- আলহাজ্ব ফিরোজ আহমেদ, নিজামুল ইসলাম চৌধুরী,আনচার মিয়া, আবুল ফজল মোঃ ইয়াকুব, ওয়েচ আহমেদ, শাহ জামান হারুন, শেখ মাহফুজ রুহী, নাজমূল হক মূল্লা, আরিফুল হক, শাহ জাহান মাহী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আজমল হোসেন, শুয়েব দেওয়ান, সৈয়দ মহসিন মিলন- প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং বঙ্গবন্ধু সপরিবারের জন্য দুয়া মাহফিল ও সিন্নি বিতরণ করা হয়।