নিজস্ব প্রতিনিধি : যশোরে একটি গুদাম থেকে ১২ হাজার লিটার সয়াবিন তেলের অবৈধ মজুত উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে গুদামের মালিক জয়দেব মণ্ডলের (৪৪) কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ব্যবসায়ী জয়দেব খুলনার ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর উপশহরের এফ ব্লক এলাকায় অংশীদারত্বের ভিত্তিতে রাজু এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে তেলের অবৈধ মজুতের তথ্য পেয়ে এফ ব্লক এলাকায় অভিযান চালানো হয়। সেখানে রাজু এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গুদামে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। ৫ মার্চ কুমিল্লার মেঘনা নামে একটি কোম্পানি থেকে ওই তেল এনে মজুত করা হয়। আট দিনের মধ্যে ওই গুদাম থেকে কোনো তেল বিক্রি করা হয়নি। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জয়দেবের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।