দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিএনপির প্রচার সম্পাদক এ্যানিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৭ নভেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, সরকার তার পুলিশ বাহিনী দিয়ে যত হামলাই করুক না কেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসম্মেলন নয়াপল্টনে বিএনপি অফিসের সামনেই হবে। আমাদের এ সমাবেশ হবে শান্তিপূর্ণ।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিএনপির নিরীহ নেতাকর্মীদের ওপর পুলিশের এই গুলি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। আমাদের প্রায় ৩০-৪০ জন কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন। এদের মধ্যে মকবুল নামের একজন ঢাকা মেডিক্যালে মারা গেছেন। ৭-৮ জনের অবস্থা সংকটাপন্ন। তিনি আরও বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়াও শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে বলেও জানান ফখরুল।