1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মাগুরা জেলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন : সভাপতি ফাত্তাহ, সম্পাদক পঙ্কজ - DeshBideshNews
November 24, 2024, 5:50 pm
 

মাগুরা জেলা আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন : সভাপতি ফাত্তাহ, সম্পাদক পঙ্কজ

  • Update Time : Sunday, May 15, 2022
  • 375 Time View

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে নতুন সভাপতি’র দায়িত্ব পেয়েছেন আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন পঙ্কজ কুমার কুন্ডু।

১৪ মে শনিবার মাগুরা শহরের নোমানী ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান আগামী তিন বছরের জন্য তাঁদের নাম ঘোষণা করেন।

একাধিক সূত্র জানা গেছে- সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি প্রার্থী হিসেবে সাতজন ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ১৫ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

এরপর দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সবার উপস্থিতিতে সভাপতি হিসেবে আ ফ ম আবদুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক হিসেবে পঙ্কজ কুমার কুন্ডুর নাম ঘোষণা করেন। এ সময় তাঁদের এক মাসের মধ্যে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির খসড়া কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এরপর ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাগুরা ১ ও ২ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার- প্রমুখ।

সর্বশেষ ২০১৫ সালের ৮ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে তৎকালীন সংসদ সদস্য সিরাজুল আকবর সভাপতি ও পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পরদিন সংসদ সদস্য মো. সিরাজুল আকবরের মৃত্যু হলে তানজেল হোসেন খান সভাপতির দায়িত্ব পান। দুই বছর আগে তাঁর মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন আ ফ ম আবদুল ফাত্তাহ। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ