নিজস্ব প্রতিনিধি : সমাজসেবক ও দানশীল ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী’র পক্ষ থেকে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১১টি বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
যে সব স্কুলে রান্না করা খাবার বিতরণ করা হয়ঃ (১) রেবতী রমন উচ্চ বিদ্যালয় ২। রেবতী রমন প্রাথমিক বিদ্যালয় (৩) সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন (৪) উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয় (৫) ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। (৬) চন্ডী প্রসাদ প্রাথমিক বিদ্যালয় (৭) কাসিম আলী উচ্চ বিদ্যালয় (৮) ঘিলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯) জমিরুন্নেছা একাডেমি (১০) পূর্ব যুধিষ্ঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপস্থিত ছিলেন ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ৮নং মোগলা বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমেল আহমেদ, দৈনিক পূণ্যভুমি পত্রিকার সম্পাদক ও সমাজসেবক আবু তালেব মুরাদ, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ আল জাফর, প্রবাসী নেতা ও সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন, রাজনীতিবিদ আফতাব উদ্দিন, সাংবাদিক আসিফ ইকবাল ইরন, ঘিলাছড়া হলি ফ্লাওয়ার স্কুলের শিক্ষক শামীম আহমেদ, স্কাউট লিডার আল আমিন, আবুল মেম্বার, সিন্দু মেম্বার, মাওলানা সুলাইমান আলী, মঈন চৌধুরী, জহির খাঁন, কামিল আহমদ সহ বিভিন্ন এলাকার স্থানীয় রাজনৈতিক, সমাজসেবক, সামাজিক ব্যাক্তিবর্গ- প্রমুখ।