দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ১৯৭১ সালে জীবনবাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন। এবার দেশের জন্য অন্য ধরনের সম্মান বয়ে আনতে চান তিনি। আর এ লক্ষ্যে সাঁতারে বিশ্ব রেকর্ড করতে চান একুশে পদকপ্রাপ্ত ৭১ বছর বয়সী ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। গতকাল সকাল ছয়টায় সিলেটের কিনব্রিজ-সংলগ্ন সুরমা নদীর চাঁদনীঘাট থেকে সাঁতার শুরু করেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। টানা সাঁতার কেটে ২৮১ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর লক্ষ্য তাঁর। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ৮২ কিলোমিটার অতিক্রমের পর সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি এলাকায় পৌঁছে অসুস্থ হয়ে পড়েছেন। পরিশ্রান্ত এই সাঁতারুকে তার সঙ্গে থাকা চিকিৎসক দল আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
এর আগে দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য হরিনাপাটি এলাকায় পৌঁছালে তার শরীর সাদা হয়ে যায়। তাড়াতাড়ি তাকে অনুসরণকারী চিকিৎসক, স্বেচ্ছাসেবী ও পুলিশ সদস্যদের ট্রলারে তোলা হয়। জানা যায়, সোমবার সকাল ৬টা ৩৪ মিনিটে সিলেট নগরীর সুরমা নদীর কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। ২৮১ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নামেন তিনি। কিন্তু বৃষ্টিপাত ও ঠান্ডা পানিতে ৮২ কিলোমিটার পথ অতিক্রম করার পর সুনামগঞ্জের হরিনাপাটি এলাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
সিলেট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কাপালি মিন্টু বলেন, সোমবার রাত ও মঙ্গলবার সকালে বৃষ্টি হওয়ায় পানি অত্যন্ত ঠান্ডা ছিল। অতিরিক্ত ঠান্ডা পানির কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। উনি সাঁতার সম্পন্ন করতে না পারায় আমরা ব্যথিত হয়েছি। যুব কমান্ড নেতা শেখ মোহাম্মদ আলম বললেন, জয় পরাজয় বড় কথা নয়, উনি যে এই বয়সে ২৮১ কিলোমিটার সাঁতারের সাহস করেছিলেন, তাতে আমাদের সাহস বেড়েছে।
এর আগে ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। সাঁতরে তার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ এই চার জেলা অতিক্রম করার কথা ছিল। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, নৌ-পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। সাঁতারে সার্বিক সহযোগিতায় ছিল সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ।