নিজস্ব প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোনো দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। কোনো দল যদি অপরাধীদের অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত তাদের দ্বারা নিজেদেরই ক্ষতি হয়।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন- শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হয়েছে বিএনপির অনেক নেতা। আইন-শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোনো অপরাধীকে গ্রেপ্তার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন। তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি?
তিনি আরো বলেন- শেখ হাসিনার কাছে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থক, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে বাধাগ্রস্ত করেনি। সরকারের ওপর দায় চাপিয়ে বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে।