দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ৭ ডিসেম্বর পুলিশের ককটেল উদ্ধার একটি বানানো গল্প বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মোশাররফ বলেন, ৭ ডিসেম্বর বিএনপি অফিসে ভাঙচুর, অর্থ লুট ও নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। সেদিন বিএনপি অফিসের ককটেল পাওয়ার ঘটনা পুলিশের বানানো গল্প। পুলিশ নিজেরা ব্যাগে করে ককটেল নিয়ে বিএনপি অফিসে রেখে, সেটা উদ্ধারের নাটক করেছে এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর দায় দিচ্ছে।
৭ ডিসেম্বর বিএনপি অফিসে এবং নেতাকর্মীদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, তা সারা বিশ্ব দেখেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসবই হচ্ছে সরকারের স্বৈরাচারী কায়দায় টিকে থাকার ব্যর্থ প্রয়াস-বলে জানান বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা ও কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করে মোশাররফ বলেন, সরকারবিরোধী মতকে সহ্য করতে পারছে না। বিএনপির আন্দোলনের সঙ্গে সরাসরি জামায়াত আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলের আরেক সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলনে জামায়াত আছে কি না তা এখনই বলার সময় আসেনি। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বদলীয় যুগপৎ আন্দোলন এখনো শুরু হয়নি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ১৫টি ককটেল, ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেকচি উদ্ধার করা হয়েছে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুত করেছিল বিএনপির নেতাকর্মীরা বলেও সেসময় জানান ডিবি প্রধান।