1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বানিয়াচংয়ে ৩ জনকে পিটিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত বদি গ্রেপ্তার - DeshBideshNews
November 29, 2024, 9:54 pm
 

বানিয়াচংয়ে ৩ জনকে পিটিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত বদি গ্রেপ্তার

  • Update Time : Saturday, May 11, 2024
  • 52 Time View
বানিয়াচংয়ে ৩ জনকে পিটিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত বদি গ্রেপ্তার
বানিয়াচংয়ে ৩ জনকে পিটিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত বদি গ্রেপ্তার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তিন জনকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত বদরুল আলম ওরফে বদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) রাতে বানিয়াচং থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ গ্রেপ্তারের তথ্য জানায়। বদি উপজেলার আগোয়া গ্রামের হাজী হিরা মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। কিন্তু ঘটনার দু-দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে এখনও হত্যা মামলা হয়নি।

তিন ব্যক্তি হত্যার পর আগোয়া গ্রামবাসীর নিরাপত্তা দিতে সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে পুলিশ। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় বদরুল আলম ওরফে বদিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহত তিন জনের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, বদির দেওয়া তথ্যের মাধ্যমে গ্রাম থেকে ৭টি ফিকল, ৫টি টেঁটা, ১টি রাম দা ও ২০টি ইটের টুকরো জব্দ করা হয়। হত্যায় জড়িত বাকিদের ধরার চেষ্টা চলছে।

বদরুল আলম বদি গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায় পুলিশ। পুলিশ জানায়, কয়েক দিন আগে আগোয়া গ্রামের অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার আব্দুল কাদিরের সঙ্গে গাড়ির সিরিয়াল ও যাত্রী ওঠানামা নিয়ে বদির ঝগড়া হয়। পরে সোহেল মিয়া ও বদির মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ সংঘর্ষ নিয়ন্ত্রণ হলেও বৃহস্পতিবার (৯ মে) বদি ও তার লোকজন ম্যানেজার আব্দুল কাদির (২৫), তার পক্ষের সিরাজ মিয়া (৫০) এবং লিলু মিয়াকে (৪০) পিটিয়ে হত্যা করে। নিহত লিলু মিয়ার ভাই ঝিলু মিয়া (৪২) এবং আনু মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ