1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১২ হাজার ৮৬৫ কোটি টাকা - DeshBideshNews
November 24, 2024, 12:06 pm
 

ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১২ হাজার ৮৬৫ কোটি টাকা

  • Update Time : Tuesday, March 1, 2022
  • 347 Time View

দেশ বিদেশ রিপোর্ট : ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। তবে এই আয় গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে প্রবাসীরা ১০৯ কোটি ২৯ লাখ ডলারের আয় পাঠিয়েছিলেন। ওই সময়ে করোনায় বিপর্যস্ত ছিল পুরো বিশ্ব। এখন সারা বিশ্বে করোনা’র প্রকোপ থাকলেও আতঙ্ক অনেকটা কেটে গেছে। এরপরও প্রবাসী আয় এত কমে যাওয়ায় ব্যাংকাররা চিন্তিত।

ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসী আয়ে সরকার একসময় ২ শতাংশ নগদ প্রণোদনা দিত। গত ১ জানুয়ারি থেকে প্রণোদনার হার বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ শতাংশ। নগদ প্রণোদনা বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা জানুয়ারি মাসে উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স তথা প্রবাসী আয় পাঠিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে তা আবার কমে গেল।

জানা যায়- জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠান, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৪ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৬ টাকা ধরে)। এক মাসের ব্যবধানে প্রবাসী আয় এক হাজার কোটি টাকার বেশি কমেছে, যদিও ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। তা সত্ত্বেও আয় হ্রাসের হার অনেক বেশি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ