1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ফেঞ্চুগঞ্জে সারকারখানার একটি প্রকল্পে ১৩,৬৭,৪৫,৯৫৬ টাকা আত্মসাতে দুদকের মামলা - DeshBideshNews
November 24, 2024, 8:40 am
 

ফেঞ্চুগঞ্জে সারকারখানার একটি প্রকল্পে ১৩,৬৭,৪৫,৯৫৬ টাকা আত্মসাতে দুদকের মামলা

  • Update Time : Thursday, February 17, 2022
  • 278 Time View

নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল ফার্টিলাইজার সারকারখানার একটি প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রকল্পের বরখাস্ত হওয়া সাবেক দুজন কর্মকর্তা ও চারজন ঠিকাদার রয়েছেন।

দুদক সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক নূর ই আলম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ভুয়া বিল ভাউচার তৈরি ও বিল ভাউচার ছাড়াই প্রকল্পের ১৩ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এ মামলা করা হয়। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতে মামলা করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেনঃ মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের পরিচালক মো. জমশেদুর রহমান খন্দকার (৩৫), শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের বরখাস্ত হওয়া সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবাল (৪২), প্রকল্পের বরখাস্ত হওয়া রসায়নবিদ নেছার উদ্দিন আহমদ (৬১), মেসার্স নুসরাত ট্রেডার্সের পরিচালক হালিমা আক্তার (৪০), সানশাইন আইটি সলিউশনের পরিচালক মাসুদ রানা (৩৬) এবং মেসার্স মা এন্টারপ্রাইজ।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে খোন্দকার মুহাম্মদ ইকবালকে ১১টি মামলায়, তাঁর স্ত্রী হালিমা আক্তারকে তিনটি মামলায়, মো. জমশেদুর রহমান খন্দকারকে দুটি মামলায়, নেছার উদ্দিন আহমদকে দুটি মামলায়, মাসুদ রানাকে একটি মামলায় এবং মেসার্স মা এন্টারপ্রাইজকে একটি মামলায় আসামি করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ