দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা, অন্য দুজন ঢাকার বাইরের দুই জেলার। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩৬৭ জন। বুধবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৫০০ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬ জনে। ডেঙ্গু নিয়ে বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আট হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ৯০৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় চার হাজার ৫৩৮ জন।