দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এডিস মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে চলতি বছরে। এমনকি আক্রান্ত রোগীর সংখ্যাও ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা, বাকি পাঁচজন ঢাকার বাইরের। এনিয়ে চলতি বছর ৪৯৩ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো দুই হাজার ১৬৮ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪২ জন। ঢাকার বাইরের এক হাজার ৩২৬ জন।
সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ চার হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ৯৬ হাজার ৩৭ রোগী।