1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ওপর ৩ দিনের নিষেধাজ্ঞা দিলো ভারত - DeshBideshNews
November 29, 2024, 7:46 pm
 

ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ওপর ৩ দিনের নিষেধাজ্ঞা দিলো ভারত

  • Update Time : Saturday, May 18, 2024
  • 45 Time View
ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ওপর ৩ দিনের নিষেধাজ্ঞা দিলো ভারত
ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ওপর ৩ দিনের নিষেধাজ্ঞা দিলো ভারত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এ ছাড়া পচনশীল পণ্যবাহী যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। তবে ২১ মে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবারও স্বাভাবিক হবে।

অন্যদিকে, আমদানি-রপ্তানি বন্ধের ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী বৃহস্পতিবার (২৩ মে) থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ