দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা থাকায় উরসা মেজর নামে রাশিয়ার জাহাজ বাংলাদেশের মোংলা বন্দরে ভিড়তে না দেওয়ায় মস্কোতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। জাহাজ ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্ভাবনাময় বিভিন্ন সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করা হয়। তলবের কারণ হিসেবে উরসা মেজরসহ রুশ জাহাজগুলোকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার ঢাকার সিদ্ধান্তের কথা জানানো হয়।
জাহাজটি বঙ্গপোসাগরে ভেসে বেড়াচ্ছে এখনও। তাৎক্ষণিক জাহাজের অবস্থান শনাক্ত করতে গিয়ে গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টিলিজেন্স মেরিন ট্রাফিক ওয়েবসাইট থেকে ২১ ফেব্রুয়ারি রাতে সর্বশেষ এ তথ্য জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানায়, ঢাকার নেওয়া পদক্ষেপটি ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলো না। এটি সম্ভাবনাময় বিভিন্ন সহযোগিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে।