দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করেছে আওয়ামী লীগ। দুটি শাখারই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। আর জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন এ কে এম সায়াদাত হোসেন মুকুল ও যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী।
গত কাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভা শেষে রংপুর জেলা ও মহানগর কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে দলের কঠোর অবস্থানের অংশ হিসেবে রংপুরের কমিটি বাতিল হয়েছে। সম্প্রতি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। দলের নেতাকর্মীরা নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে গত কাল রবিবার দলের সংসদীয় বোর্ডের সভায় ক্ষোভ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি কমিটি ভেঙ্গে নতুন কমিটি ঘোষণা করতে নির্দেশ দেন।