ফয়জুল আলী শাহ, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শোক প্রকাশ করে একদিনের জন্য পাঠদান কর্মসূচি বন্ধ করে দেয় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
এদিকে বিজ্ঞান বিভাগের এই শিক্ষকের স্মরণে কালো পতাকা উত্তোলন ও নিরবতা পালন করেছে পৌর এলাকার রেলওয়ে উচ্চ বিদ্যালয়।
আজ মঙ্গলবার ভোর রাতে আব্দুর রাজ্জাক’র মৃত্যুর পর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শোক প্রকাশ করেন জেলার বিশিষ্টজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রিয় শিক্ষককে অশ্রসিক্ত নয়নে শেষ বারের মতো বিদায় জানান শিক্ষার্থী সহ গুনিজনেরা। সকাল ১০ টায় কর্মস্থল নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে এম্বুল্যান্সে করে তাঁর লাশ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি বড়লেখায়। রাঙাউটিতে দুপুর দু’টায় ২য় জানাযা শেষে স্বজনদের পাশেই চিরতরে শায়িত করা হয় গুনী এই শিক্ষাগুরুকে। শিক্ষাগুরু’র মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।