দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় কাভার্ডভ্যান হোটেলে ঢুকে পিতা-পুত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, সকাল সাড়ে সাতটার দিকে যশোর থেকে একটি কাভার্ডভ্যান মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেগারিতলা পৌছালে রাস্তার পাশে থাকা পিতা-পুত্রকে প্রথমে চাপা দেয় কাভার্ডভ্যানটি।
নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইন্সে মালামাল লোড-আনলোডের কাজ করতেন এবং পূবাইল এলাকার করমতলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। আহতরা হলেন- মাঝুখান এলাকার হোটেলের মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) ও কাশেম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পূবাইল মাঝুখান শিল্পীর খাবার হোটেল ও পার্শ্ববর্তী আরমানের ফলের দোকানে ঢুকে পড়ে। এতে হোটেল মালিকসহ ছয়জন আহত হন। এরমধ্যে এক পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।