1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কমলগঞ্জে পরিবারের স্বীকৃতি না পাওয়ায় আত্মহত্যা করেছে প্রেমিক যুগল (স্বামী ও স্ত্রী) - DeshBideshNews
November 25, 2024, 5:19 am
 

কমলগঞ্জে পরিবারের স্বীকৃতি না পাওয়ায় আত্মহত্যা করেছে প্রেমিক যুগল (স্বামী ও স্ত্রী)

  • Update Time : Saturday, April 2, 2022
  • 564 Time View

রাজু দত্ত (মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি পরিবারের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিক যুগল (স্বামী ও স্ত্রী) বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে এ ঘটনা ঘটে।

বাগান শ্রমিকরা জানান- দলই চা বাগানের লছমিপাড়া এলাকার হাড়ও সাঁওতালের ছেলে বিপুল সাঁওতালের (২০) সাথে একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রার্জীর মেয়ে গীতা মাদ্রার্জীর (১৬) দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল। তারা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লে প্রেমিকা গীতা মাদ্রার্জী গর্ভবতী হয়ে পড়ে। গত ফেব্রুয়ারি মাসে গীতাকে স্ত্রী হিসেবে নিজ বাড়িতে নিয়ে আসেন বিপুল।

কিন্তু বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে না পারায় এ নিয়ে প্রায়ই পরিবারের সাথে ঝগড়া করেন বিপুল। তার জের ধরে শনিবার সকালে অভিমান করে এই প্রেমিক যুগল (বিপুল ও গীতা) একসাথে সকলের অজান্তে বিষপান করে। এ ঘটনায় দলই চা বাগান এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সকালে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে গীতা মাদ্রার্জী মারা যায়। পরে সিলেট হাসপাতালে নেওয়ার পথে বিপুলেরও মৃত্যু হয়। বিপুলের স্ত্রী গীতা মাদ্রার্জী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে পরিবার সূত্রে জানা যায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন- আত্মহত্যার বিষয়টি জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ