1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ওয়ালটন চলতি বছরের প্রথম তিন মাসে ২২০৮ কোটি টাকার ব্যবসা করেছে - DeshBideshNews
November 25, 2024, 4:18 pm
 

ওয়ালটন চলতি বছরের প্রথম তিন মাসে ২২০৮ কোটি টাকার ব্যবসা করেছে

  • Update Time : Monday, May 9, 2022
  • 379 Time View

ডেস্ক রিপোর্ট : ওয়ালটন চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি ২ হাজার ২০৮ কোটি টাকার ব্যবসা করেছে। এ ক্ষেত্রে আগের বছরের একই সময়ের চেয়ে ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। টাকার অঙ্কে যার পরিমাণ ৫৮১ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটি ১ হাজার ৬২৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সম্প্রতি প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী- ভালো ব্যবসা করলেও ভালো মুনাফা করতে পারেনি কোম্পানিটি। মুনাফা খেয়ে ফেলেছে কাঁচামালের বাড়তি দাম ও বাড়তি পরিবহন খরচ। কাঁচামাল ও পরিবহনবাবদ কোম্পানিটির খরচ আগের বছরের একই সময়ের চেয়ে ৪৯৭ কোটি টাকা বা প্রায় ৪৯ শতাংশ বেড়েছে। এ কারণে গত জানুয়ারি-মার্চ সময়ে ভালো ব্যবসা করার পরও মুনাফা কমেছে ওয়ালটনের। এ কারণে পণ্যের দাম বাড়িয়ে কাঁচামালের বাড়তি মূল্য কিছুটা সমন্বয়ের চেষ্টা করছে কোম্পানিটি।

কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে- করোনার ধাক্কা কাটিয়ে বিশ্বের দেশে দেশে অর্থনীতি পুনরুদ্ধার শুরু হওয়ায় কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে জাহাজ ভাড়াসহ পরিবহন খরচ। কিন্তু সেই তুলনায় পণ্যের দাম বাড়েনি। গত জানুয়ারি থেকে ধাপে ধাপে কিছু দাম সমন্বয় করা হচ্ছে। এর সুফল বছর শেষে পাওয়া যাবে বলে আশা করছেন কোম্পানির কর্মকর্তারা।

জানতে চাইলে ওয়ালটনের কোম্পানি সচিব রফিকুল ইসলাম বলেন- জানুয়ারি থেকে জুন, এ সময় এসি, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রির ভালো মৌসুম। এ বছর এ সময়ের মধ্যে দুটি ঈদ পালিত হবে। তাই আমরা বাড়তি কাঁচামাল আমদানি করেছি। এতে স্বল্পমেয়াদি কিছু ঋণ করতে হয়েছে। সে জন্য গত বছরের চেয়ে এ বছর এই খাতে খরচ বেড়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ