1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ওবায়দুল কাদেরের ভাইসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল - DeshBideshNews
November 30, 2024, 2:52 am
 

ওবায়দুল কাদেরের ভাইসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Update Time : Sunday, May 5, 2024
  • 55 Time View
ওবায়দুল কাদেরের ভাইসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
ওবায়দুল কাদেরের ভাইসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর তিন উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল তাঁদের মনোনয়ন বাতিল করেন।

যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী এ এস এম সেলিম। শাহাদাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার মুহাম্মদ ইসমাঈল জানান, হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য ও মামলার তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী এএসএম সেলিম ও চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া একই অভিযোগে বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন মাসুদ ও মনির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে নীলফামারী সদর উপজেলা পরিষদে তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গতকাল ঋণ খেলাপির অভিযোগ পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ