দেশ বিদেশ রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- আজকের পত্রিকা খুললে দেখবেন, দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। কেন অপসারণ করা হয়েছে? তিনি যে ব্যক্তিগুলোকে চিহ্নিত করেছিলেন যে এরা দুর্নীতি করছে ব্যাপকভাবে, বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন প্রকল্পে। সেই মানুষগুলোই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি নাকি দুর্নীতিপরায়ণ।
আজ আরো একটি পত্রিকায় দেখলাম- ঢাকা এয়ারপোর্ট থেকে টঙ্গীর যে রাস্তা, এই রাস্তার প্রতি কিলোমিটারের খরচ দেখানো হয়েছে ২১৩ কোটি টাকা, যা পৃথিবীর কোথাও নেই। এভাবে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এবং এটি ছড়িয়ে পড়েছে ক্যানসারের ব্যাধির মতো।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের ‘স্মৃতির অ্যালবাম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন- কোনো রকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। এ সময় তিনি আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার ফাঁস হওয়া কথোপকথন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমির অধিগ্রহণে শিক্ষামন্ত্রীর আত্মীয়স্বজনের সম্পৃক্ততার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরেন।
তিনি আরো বলেন- এখন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোতেও দুর্নীতি করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা-এমন একটা জায়গা নেই, যেখানে দুর্নীতি হচ্ছে না। আজ ইসি বা নির্বাচন কমিশন তৈরি করা হচ্ছে। এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না, যদি নির্বাচনকালীন নির্দলীয় সরকার না হয়। নতুন নির্বাচন কমিশন গঠন জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ ও আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবদুল লতিফ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ- প্রমুখ।