দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় ফের দুর্বৃত্তের গুলিতে আরেক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০-এর এফ-৩৪-এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প-১০-এর সিআইসি অফিসের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার (২৫ অক্টোবর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে হত্যা করে। নিহত মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের বাসিন্দা। চলতি মাসে এ পর্যন্ত সাত রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।