বিশেষ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত’কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আওয়ামী লীগের নেতারা বলেছেন- তারা তিনশ আসনেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছিলেন। কিন্তু সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দেড়শ আসনে এ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে ইসির এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়। তবে তারা আশা করছে- সক্ষমতা অর্জন করে নির্বাচন কমিশন তিনশ আসনেই ইভিএম পদ্ধতি ব্যবহার করবে। অন্যদিকে জাসদের পক্ষ থেকে বলা হয়েছে- যেসব আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে সেসব জায়গায় খুব একটা সমস্যা দেখা দেয়নি। ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন ওঠেনি।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে অনধিক ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সব রাজনৈতিক দলের মতামত আমলে নিয়ে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। যদিও ইভিএম নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রবল আপত্তি ছিল। তারা নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে আপত্তির কথা জানিয়েছিল। কিন্তু তাদের আপত্তি উপেক্ষা করেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।