দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে প্রশ্নফাঁসে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগে বিষয়টি প্রমাণিত হতে হবে, আদৌ এটি সঠিক কি না। এখানে একটি কথা বলে রাখি, যে ড্রাইভার এ কথা বলছেন, তাকে আমরা দেখলাম অন্য একটি দলের স্লোগান দিচ্ছেন। আসলে এখানে কী হয়েছে? যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে যে সে সত্য বলছে নাকি মিথ্যা, ততক্ষণ অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে ক্যাডার সার্ভিসে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে কি না জবাবে ফরহাদ হোসেন বলেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা তাদের নিজস্ব চিন্তা-ভাবনা থেকে কাজ করবে। সংসদে তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা ব্যবস্থা নেবেন বলে এরই মধ্যে চেয়ারম্যান সাহেব বলেছেন। বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং তার জন্য প্রচেষ্টা চলছে। এটি খুবই শক্তভাবে সরকার দেখছে। সিআইডি বিষয়টির ওপর স্পেশাল ফোকাস দিয়েছে।
ফরহাদ হোসেন বলেন, সে (পিএসসির সাবেক গাড়িচালক) একটি দলের ষড়যন্ত্রের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কি না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। সে তো একটি দলের হয়ে কাজ করছে, সরকারের ইমেজ নষ্ট করার জন্য। অনেকদিন আগে সে কাজের কারণে চাকরিচ্যুত হয়েছে। সে একটি দলের হয়ে, যারা মাঠে সরকার পতনের আন্দোলন করে; সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়— তাদের হয়ে সে স্লোগান দিচ্ছেন। আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে, সেটি একটি বিষয়। তবে তার কথা সত্য না মিথ্যা সেটি সরকারের পক্ষ থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে অনুসন্ধান চলছে।
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে আসতে হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও কোনও ব্যত্যয় হয়েছে কি না— তার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। আমরা গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি দেখছি।
সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না— জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, অবশ্যই আইনানুগভাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে— অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।