দেশ বিদেশ রিপোর্ট : আজ ই-কমার্স দিবস। বাংলাদেশের ই-কমার্স খাতের প্রচার ও প্রসারে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ‘ই-কমার্স দিবস’ উদযাপন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ ছাড়া আজ থেকে সপ্তাহজুড়ে উদযাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে ই-কমার্সই শীর্ষে’।
ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠানসহ সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা দিবসটি উদযাপন করছেন।
রমজানের কারণে এ বছর ই-কমার্স দিবসে বড় কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। তবে ই-কমার্স সপ্তাহ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের করোনায় মূলত ই-কমার্স ও এফ-কমার্সে মানুষের নির্ভরতা বেড়েছে ব্যাপক।