1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সিটি অব লন্ডনের ডেপুটি মেয়রের সাথে বিসিএ নেতৃবৃন্দের বৈঠক - DeshBideshNews
November 28, 2024, 2:45 am
 

সিটি অব লন্ডনের ডেপুটি মেয়রের সাথে বিসিএ নেতৃবৃন্দের বৈঠক

  • Update Time : Thursday, March 7, 2024
  • 146 Time View
সিটি অব লন্ডনের ডেপুটি মেয়রের সাথে বিসিএ নেতৃবৃন্দের বৈঠক

কামরুল আই রাসেল, লন্ডন : সিটি অব লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাবেরের সাথে বৈঠক করে লন্ডন মেয়র সাদিক খান বরাবর যুক্তরাজ্যের প্রায় ১২হাজার বাংলাদেশী রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায়ীদের কোভিড পরবর্তি এবং বর্তমান নানান সমস্যা নিয়ে দশ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রদান করেন বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দরা।

বৈঠকে নেতৃবৃন্দরা ডেপুটি মেয়রকে বলেন,  নিত্য পণ্যের বাড়তি মূল্য, উচ্চহারের ভ্যাট, স্টাফ সংকটসহ নানাবিদ সমস্যায় বাংলাদেশী রেস্টুরেন্ট সেক্টর পার করছে একটি কঠিন সময়। এরই বাস্তবতায় লন্ডনের ডেপুটি মেয়রের সঙ্গে বৈঠকে সহায়তা চাইলেন। বৈঠকে ডেপুটি মেয়র হাওয়ার্ড ডোবার নিজেকে ব্রিটিশ বাংলাদেশী কমিনিউটির বন্ধু হিসেবে উল্লেখ করে কারি শিল্পের সংকট নিরসনে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।

সোমবার সন্ধায় লন্ডন সিটি হলের এই বৈঠকে বিসিএর শীর্ষজনদের মাজে উপস্থিত ছিলেন বিসিএ সভাপতি ওলী খান এমবিই, সহ-সভাপতি জামাল উদ্দিন মোকাদ্দুস, কাউন্সিলর ও সাবেক মেয়র পারভেজ আহমেদ, আবদুল খালিক চৌধুরী, হাফিজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শামসুল এ খান সাহীন, মোঃ সাইফুল শিপু, জাকারিয়া চৌধুরী সহ অনেকে। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শামসুল এ খান সাহীন, মোঃ সাইফুল শিপু, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া চৌধুরী, গণসংযোগ সম্পাদক শাহ এমরান হোসেন, এনইসি সদস্য এম কে জামান জুয়েল, বজলুর রশিদ সেলিম, মুহিদুর রহমান, সালেহ আহমেদ, প্রমূখ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ