মোহাম্মদ আজমল হোসেন, লেস্টার প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ৯ মাস যুদ্ধের পর পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। পেয়েছি লাল-সবুজের পতাকা। তাই তো বলা হয়- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা….. যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে লেসটার আওয়ামীলীগসহ এর অঙ্গ সংগঠনের সদস্যরা।
মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। তাই যুক্তরাজ্য লেস্টার শাখার আওয়ামী লীগের আয়োজনে ১৯ ডিসেম্বর রোজ সোমবার লেস্টার ইভিনটন রোড চা ওয়ালা রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এবং এই মহান বিজয় দিবসের আলোচনার সভার পরিচালনা করেন লেস্টার শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান এবং সভাপত্বিত করেন লেস্টার শাখা আওয়ামী লীগের সভাপতি সৈয়দুর রহমান সাঈদ (BEM)। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস কিভাবে অর্জন করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা সেই বিষয়ে আলোচনা করেন লেসটার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার মিশু, আব্দুল মান্নান, আলহাজ্ব ফিরোজ মিয়া, মুজিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক আনসার মিয়া। সৈয়দ মহসিন মিলন, শেখ মাহফুজু জামান রুহী, হারুন মিয়া আর অনেক নেতা কর্মী এবং সর্বশেষে লেস্টার আওয়ামী লীগের সভাপতি জনাব সৈয়দুর রহমান সাঈদ (BEM) বক্তব্যের মাধ্যমে মহান বিজয় দিবসের আলোচনা সভা সমাপ্তি করা হয় সবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া আয়োজন করা হয়।