বদরুল আলম, লন্ডন থেকে : লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত নাটক নির্মাতা জি এম ফুরুক (৪৬) নিহত হয়েছেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।
জানা যায়, জি এম ফুরুক ছিলেন একাধারে অভিনেতা ও নাটক নির্মাতা। বেশকিছু জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন তিনি। প্রবাসী ফুরুখের গ্রামের বাড়ি সিলেটে। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে কিছু হলো- ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’।
লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুরুকের চাচা কানাই মিয়া জানান, তাঁদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে ফুরুকের।
রবিবার জিএম ফুরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু লিখেছেন, ‘প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।’