1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন বিশেষ উদ্যোগ - DeshBideshNews
November 28, 2024, 8:37 pm
 

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন বিশেষ উদ্যোগ

  • Update Time : Sunday, January 29, 2023
  • 86 Time View

শুক্রবার (২৭ জানুয়ারি) মিশনের ‘বঙ্গবন্ধু লাউঞ্জে’ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে ‘যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বৃহত্তর রেমিট্যান্স প্রবাহের সুযোগ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে হাইকমিশনার তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ পথে বাংলাদেশে পাঠানোর উৎসাহ দেওয়ার জন্য ঘোষিত শতকরা দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। একই সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশিদের সবসময় বৈধ পথে নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

তিনি মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা নেওয়ার পরামর্শ দেন।

হাইকমিশনার বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইকমিশন এ বছর পূর্ব লন্ডনে একটি রেমিট্যান্স ফেয়ার করবে। এছাড়া পূর্ব লন্ডনে হাইকমিশনের কন্সুলার সার্জারি সেবা দেওয়ার পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যায়, সে বিষয়ে সবাইকে জানাবে।
কমিউনিটি টেলিভিশন, সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো হবে।

সভায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা শতকরা দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমাধানের জন্য কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করেন।

হাইকমিশনার তাদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ