যুক্তরাজ্যের লেষ্টার থেকে নিজস্ব প্রতিনিধি : যুক্তরাজ্য লেষ্টারের মিডওয়াই কমিউনিটি প্রাইমারি স্কুলের প্রাধান প্রবেশ দ্বারে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থায়ী ভাবে স্থাপন করা হয়েছে।
গত ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্ম দিনে যুক্তরাজ্যের লেষ্টারে এই দিবসটি পালন হয় এক ভিন্ন আঙ্গিকে।
সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোসলেহ উদ্দিন খোকনের নেতৃত্বে শাহাব উদ্দিন ও জয়নাল আবেদিন শামিম সহ কয়েকজন মুজিব প্রেমিক কতৃপক্ষের অনুমতিক্রমে স্থানীয় মিডওয়াই কমিউনিটি প্রাইমারি স্কুলের প্রধান প্রবেশ দ্বারে স্থায়ী ভাবে স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
স্কুলের হল রুমে বিভিন্ন বিশ্ব নেতাদের ছবি শোভা পেলেও ছিলোনা বঙ্গবন্ধুর মত কালজয়ী বিশ্বনেতার কোন ছবি। অথচ এই স্কুলের অধিকাংশ শিক্ষার্থীই বাংলাদেশী বংশোদ্ভূত। বঙ্গবন্ধুর ছবি স্কুলের প্রধান প্রবেশ দ্বারে স্থাপন করার কারনে স্কুলের সকল শিক্ষার্থী এমনকি অভিবাবকদেরও নজর কাড়তে সক্ষম হবে। এতে করে শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।
গত তিন বছর থেকে এ বিষয়ে সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোসলেহ উদ্দিন খোকন স্কুল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ করে যাচ্ছিলেন। মাঝখানে করোনা কালীন সময় স্কুল বন্ধ থাকায় খানিকটা দেরি হলেও স্কুলের প্রধান শিক্ষক স্টিভ উইলিয়াম’র ঐকান্তিকতায় অবশেষে সফলতা আসে।
এবিষয়ে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ন ভুমিকা রাখেন স্কুলের প্রধান গনসংযোগ কর্মকর্তা মিসেস দেলোয়ারা আলম।